বরগুনা মাছ বাজার থেকে লাকুরতলা ব্রীজ পারাপারের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে অটোরিক্সাকে ওভারটেকিং করতে গিয়ে বাইকের চাকা স্লিপ করে রাস্তায় পরে যান বরগুনা ফ্রুটো আইসক্রিমের ডিলার ও দি টাচ কালেশনের প্রোপ্রাইটর এস. এম আরেফিন।
এসময় বাইক সহ পরার পরে তিনি অযথাই তার সামনে থাকা অটোরিক্সার চালক কেন তার বাইকে ধাক্কা দিলো এমন গুঞ্জন রটিয়ে অযথাই অসহায় হতদরিদ্র অটোচালককে প্রকাশ্যে বেধরক মারধর করেন আরেফিন।
ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে।
আহত অটোচালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের রেফার করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিক শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।