বরগুনা মৎস্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুহুল আমিন মোল্লা নামের একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মে) সকাল ১০ টার দিকে বরগুনার পায়রা নদীতে বরগুনা মৎস্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাওছার হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা রুহুল আমিন মোল্লা পটুয়াখালী জেলার বাউফল এলাকার বাসিন্দা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, সদর উপজেলায় দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে পাঙ্গাস মাছের পোনা ধরার চাই উদ্ধার এবং একজন জেলেকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই জেলের কাছ থেকে উদ্ধার করা মাছ ধরার চাই পুড়িয়ে ফেলা হয় বলেও জানান মৎস্য কর্মকর্তা।